ওঁং
প্রথম সর্গ
ঈশ্বর গুরুনাথ সেনগুপ্ত
গৌরীদেবী মাতামোর, পিতারামনাথ
মাতা গৌরী সমা, পিতা যেন রাম-নাথ
সমান করমে, নামে, আর নিজগুণে
নিয়ত নিয়ত তাঁরা আমার রক্ষণে।
ক্ষমাগুণে ধরাজয়ী সদা যে দম্পতি,
বায়ুযূত পরাজিত হেরিয়া ভকতি
জননী জনকে নমি এই হীন জন
গৌর বৃত্ত মহাকাব্য করিব রচন। ১
চলতি ভাষা :-
আমার মা গৌরীদেবী যেন কাজে, নামে ও
গুণে শিবের গৌরী সমান আর পিতা রামনাথ
যেন রামের সমান। তাঁহারা প্রতি মূহুর্তে আমাকে
রক্ষার জন্য সজাগ। দম্পতি সকল সময় ক্ষমাগুণে পৃথিবী জয় করেছেন কিন্তু হাওয়ায় হাওয়ায় ভক্তি গুণ
পরাজিত দেখিয়া দীন-হীন আমি মা-বাবা কে প্রনাম
করিয়া গৌরাঙ্গ-অমৃত রচনা করিব। ১
সত্যযুগে শক্তিযুক্ত না হেরে যাঁহায়
তাপস ঈশ্বরগন কখনো ধরায়।
ত্রেতাযুগে সীতাযুত রাম যাঁর নাম
রাধাকৃষ্ণ পর যুগে বৃন্দাবন ধাম।
সে চৈতন্য প্রভু বিধু প্রণয় বিমল
মম মনঃ কুমুদিনী করুন উজ্জ্বল। ২
চলতি ভাষা :-
তপস্যায় রত একত্ব প্রাপ্ত অবিবাহিত সাধক
সত্যযুগে পৃথিবীতে দেখা যাবে না।
ত্রেতাযুগে সীতাদেবীর সহিত আবদ্ধ রাম নামে খ্যাত।
পর যুগে, রাধাকৃষ্ণ বৃন্দাবনে স্থিত।
সেই চৈতন্যদেবের প্রেমচন্দ্র অতি পবিত্র
আমার হীরের মতো মনকে উজ্জ্বল করুন। ২
সত্যে যিনি শুক্ল বর্ণ বিমল বসন
ভূমি তলে অবতীর্ণ ভক্তের কারণ।
ত্রেতা যুগে শ্যাম রাম রঘুর ভবনে
কৃষ্ণ বর্ণ কৃষ্ণ যিনি পরে বৃন্দাবনে।
পরম সুন্দর বিষ্ণু-পূর্ণ অবতার
নবদ্বীপে নবভাবে রসের আঁধার
সেই চৈতন্য মহাকবি করুন প্রকাশ
কৃপা করি এবে মোর হৃদয় আকাশ। ৩
চলতি ভাষা :-
সত্যের মতো শুভ্র বর্ণের পবিত্র বস্ত্র যাহার পরিধান
ভক্তের কারণে এই পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছেন।
ত্রেতাযুগে কালা রাম রঘুবীর গৃহে জন্ম গ্রহণ করেন
কালো রং কৃষ্ণ, পরে বৃন্দাবনে জন্ম গ্রহণ করেন।
খুব সুন্দর বিষ্ণু-পূর্ণ অবতার ধরনীতে অবতরণ করেন
নবদ্বীপে নতুন রূপে ভাবরস ভাণ্ডার প্রকাশিত হলেন
সেই প্রভু চৈতন্য মহাকবি করুন প্রকাশ
কৃপা করিয়া এখন আমার হৃদয় আকাশ। ৩
বিদ্যাবর্ণ কান্তি আর আকার কারণে
সুপ্রথিত যশঃ যাঁর ভুবনে ভবনে।
প্রেমিক প্রেমের দাতা অতি মনোরম
বিপ্রকুলে বিশ্ব দুঃখ হরিতে জনম ।
হরির ভজন যথা ছিল না বিশেষ
সেই বঙ্গ রঙ্গালয়ে যাঁহার আবেশ।
সে চৈতন্য প্রভুরবি করুণ উজ্জ্বল
কৃপা করি এবে মোর মানস-কমল। ৪
চলতি ভাষা :-
'জ্ঞান-প্রেম-আলো' দ্বীব্যরূপ সৃষ্টির কারণে
নিশ্চিত ভাবে খ্যাতি যাঁর গৃহে গৃহে।
প্রেমিক প্রেমের দান কারি অতি সুন্দর
ব্রাহ্মণকুলে বিশ্ব দুঃখ দূর করিতে জন্ম।
পরমপিতার গুণকীর্তন সেকালে ছিলনা বিশেষ
সেই বাংলাদেশের নাট্য-মঞ্চে যাঁহার প্রবেশ।
সেই চৈতন্য প্রভু-সূর্য এখন করুন উজ্জ্বল
কৃপা করিয়া আমার মন-পদ্মদল। ৪
0 Comments